দুর্নীতির বাংলাদেশ
- নাঈম ইসলাম বাঙালি ১৯-০৫-২০২৪

সভ্য হলো না রাজনীতি আর সভ্য হবে কি?
দুর্নীতিতে ঢাকা বাংলাদেশ দিচ্ছে শুধু ভ্যাকি।
বড় বড় অনুদানে খোদাই করে খাচ্ছে নীতি,
তারা খুবই সুখে আছে গাইছে দুর্নীতির গীতি।
বড় বড় বাজেট যত আসছে ধীরে ধীরে,
শত শত দালাল আছে তারি পিছে ঘুরে।
এত দুর্নীতির ভিড়ে, বাজেট কি আর থাকে?
নীতি তখন দূরে দিয়ে লজ্জায় একা হাঁকে।
এসব দালাল পাড়ি দিতে খুবই কষ্ট হয়,
চোর এখন সাধু বেশে, তাই কাজটা পিছে রয়।
লজ্জা ঘৃণা আর ক্ষুধার তরে অসহায় মরছে,
দুর্নীতির বাংলাদেশ তব স্বপ্ন নিয়ে চলছে।
দশ টাকার বাজেটে এক'শ দালাল পিছে,
উন্নয়নের স্বপ্ন নিয়ে এরাই নাকি ঘুরছে।
লজ্জা,শরম নাই কি তোর, ওরে দালাল সাধু,
নয় ইংরেজ, নয় পাক, তোরা আসল বোকা পাদু।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৬-০৫-২০২৪ ০১:৪১ মিঃ

চমৎকার নির্মিত। মুগ্ধতা রইলো।

নাঈম ইসলাম বাঙালি
০৬-০৫-২০২৪ ২১:৪৭ মিঃ

ধন্যবাদ প্রিয়