ঘুষের চক্রে ভূমি অফিস
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ঘুষের চক্রে ভূমি অফিস
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৪-০৫-২০২৪ ইং
*********************
এতো নূরানী চেহারার গর্জনমাঝে,
ভূমি কর্মকর্তায় ঘুষের ঝঙ্কার বাজে!

দেখলে মনে হয় পাক্কা মুমিনের ছায়াতল,
টাকা ছাড়া করে না কাজ সিন্ডিকেটের দল।
এইসব ভূমি কর্মকর্তার নির্দয় আদেশ
ঘুষ দাও নইলে হয়রানি অনিমেষ।

অসহায় জনতার হৃদয় ভেদ করি,
ভূমি অফিস লুটিয়া চলেছে বঙ্গ তরী।
তরী নাহি পৌঁছে ঘাটে, নাহি হয় পার,
ঘুষের চক্রে ভূমি অফিস নাই শুধাবার।

ভূমি কর্মকর্তার ঘুষ তরঙ্গের সাথে লড়ি,
অসহায় জনতা বাহিয়া চলিছে জীবন তরী।
---------------------------------------


১৪-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।