ধবংস আনিছে ডাকিয়া
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ধবংস আনিছে ডাকিয়া
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২২-০৫-২০২৪ ইং
*********************
মানুষ ছুটিয়া চলিছে তাগুদের প্রেম স্রোতে।
ধবংস আনিছে ডাকিয়া অবিনশ্বর ধরাতে।
বিরহবিধুর নয়নসলিলে ভাসিছে মানব প্রাণ,
বালুকায় তুলিছে ঝড়! তুলিছে ঘূর্ণি তুফান!
অন্তরে বন্ধু করিছে শয়তানের চ্যালা,
দূর্গে দূর্গে হারিছে যুদ্ধের কাফেলা।
বজ্র হুঙ্কারে বসত গড়িয়াছে পৃথিবীর মাঝে,
তবু অনিষ্টের প্রেমে নিত্যনতুন সাজে।
অগ্নি শিখা জ্বলিছে তোমার চরণ কাছে
ওহে চির দিবসের প্রেম অবসান লভিয়াছে।
চির মুক্তিরে কাড়িছে আজ নিখিলের প্রীতি,
মানব বুঝেনা সে হইবে শুধু একদিন স্মৃতি।
---------------------------------------
২২-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।