জাগরণী সংঘ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

জাগরণী সংঘ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৩-০৫-২০২৪ ইং
*********************
ওই ছুটিছে ওই হাসিছে উজ্জীবনের উল্লাসে!
নবীণ- প্রবীণ গাইছে সবে মুক্তির গান হরষে।

ওই জাগিছে মহৎ প্রাণ মানব সেবার কল্লোলে,
ওই হাসিছে তরু লতা সজিব প্রাণের হিল্লোলে।
মুক্তি এবার এল বুঝি রুদ্ধ প্রাণের বাঁধনে
দুষ্ট চ্যালা ভন্ড গোষ্ঠী নাইরে আর ভুবনে।

মানব সেবায় ছুটছে সবে বুক ভরা নিশ্বাসে,
জাগছে পূর্ণি শুভ্রতায় আঁধার রাত্রির প্রত্যুষে।
জাগরণী সংঘ ফুলে ফুলে দুঃখী প্রাণের কাননে ,
আয়রে তোরা দেখে যা নাইরে জল নয়নে।

এইখানে তে ধূমকেতু ছুটছে বেগে উল্কাতে,
মানব সেবার উল্লাসে জাগরণী সংঘ ধরাতে।
--------------------------------------


২৩-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।