উলঙ্গ হয়ে ছুটিছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
উলঙ্গ হয়ে ছুটিছে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৫-০৫-২০২৪ ইং
******************************
ওরে কার জন্য দিয়েছিস পাঁপড়ি খুলিয়া?
মধু রসে ভরপুর দেখিছে কীটেরা চাহিয়া।
যৌবন তরঙ্গে দুলিছে নিশিথে পাপিয়া,
কেমনে রাখে মৌয়েরা তাদের শূল চাপিয়া?
মাঝিও আনন্দে দাড় টানে খর স্রোতা নদী,
অথৈ জলে ডুব দেয় দিবা রাত্রি নিরবধি।
ওরা গোপন খনিজ দিয়েছে খুলিয়া পথ ঘাটে-
দস্যু ডাকাতেরা লুটে পুটে যায় চেটে চেটে।
গুপ্ত আর গুপ্ত নেই এই বাংলার মাটি,
উলঙ্গ হয়ে ছুটিছে অসুরের প্রণয় ঘাঁটি।
অঙ্গে অঙ্গে তরঙ্গে তরঙ্গে জলে ভাসি,
পুস্পের পাঁপড়িগুলো নরক তীরে আসি।
---------------------------------------
২৫-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।