স্বর্গিয় দিবাকর
- মোঃ আমিনুল এহছান মোল্লা

স্বর্গিয় দিবাকর
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৮-০৫-২০২৪ ইং
*********************
দুষ্টের সুর বাজে মানবের রক্ত রাঙ্গা শির,
শরীরের অস্থি মজ্জায় নাচে অসুর রদ্দুর।
কালো মেঘে ঢাকা জীবনের ঈশান নিশান,
পৃথিবী হারায় শুভ্রতা তাগুদের বহ্নি বান।

যদি এখানে ধর্মিয় শিক্ষাটা করিত গমগম,
অসুরের নিশীথিনী থাকিত ভয়ে থমথম!
ওই তাগুদের মিথ্যা দৈত্য- সেনা যত
মানবের তরে হার মানিত চির শ্বাসত।

বুকের গভীরে অসুরের মন্ত্র দিনরাত ভরি
ডাকিছে জাহেলী যুগের দিকে কল্লা ধরি,
ধর্মিয় শিক্ষা যেখানে করে পরিশুদ্ধ ধরায়,
সেখানে এখন তাগুদের বাণী দিয়েছে ছড়ায়।

ওহে দুষ্টের দোলায় দুলিছে এই ধরা তর,
ফিরে এসো হে স্বর্গিয় দিবাকরে ধর্মিয় সুর।
--------------------------------------


২৮-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।