আদর্শ ছিল যখন জেগে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আদর্শ ছিল যখন জেগে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৯-০৫-২০২৪ ইং
*********************
নীতি নৈতিকতা আদর্শ ছিল যখন জেগে,
এই হৃদয় সাগরে স্রোতের প্রবল বেগে।
স্বর্গ্ হতে আসত ধেয়ে সুখেরা ডানা মেলি,
শুকতারা দিত আলো পৃথিবীর ধূলো বালি।

সহানুভূতি- ভালবাসা- শ্রদ্ধা- হারিয়ে ক্রমে
চৌদিকে মানবের মনুষ্যত্ত্ব আজ গেছে কমে।
নম্রতা- ভদ্রতা- বিনয় অসুরেরা নিল কেড়ে,
মানবিক তরঙ্গগুলো পিছনপানে গেছে সরে।

কর্তব্য –দায়িত্ব- ধর্য্য- সাহসেরা বজ্রের ডাকে,
আপন তরীকে ডুবিয়েছে ঘোলা জলের পাকে,
বাঁধন খুলে হিংসা বিদ্বেষে শনির রাহু গ্রাসে ,
অদম্য ছুটেছে চিতার অনলে আপন সর্বনাশে!
---------------------------------------


২৯-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।