রহস্যময়ী নারী
- মোঃ আমিনুল এহছান মোল্লা

রহস্যময়ী নারী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০১-০৬-২০২৪ ইং
******************************
চৌদিকে রহস্যময়ী নারীদের আনাগোনা,
তাদের রূপ লাবণ্যে কোপোকাত কতজনা।

ওরা ফাঁদ পেতে আছে খর স্রোতা নদীর কূল,
নরপশুগুলো অথৈ জলের লোভে করে ভুল।
গোপন কুটিরে সঙ্গমে মেতে উঠে মদ্যপানে
রঙ্গ লীলায় চলে ডিজে ড্যান্স নগ্ন নিমন্ত্রনে।

ওরা নয় যেন কোন নারী -বিষাক্ত সাপ,
ওদের রূপ লাবণ্য এ সমাজের অভিশাপ!
ওরা সভ্যতাকে ধ্বংস করে নগ্নতার ছলে,
নরপশুরাও জীবন হারায় ষড়যন্ত্রের জালে।

ওরা গুপ্তাঙ্গ বিক্রি করে, ওরা কেড়ে নেয় প্রাণ!
ওরা রহস্যময়ী নারী-ওরা সভ্যতার অনল দহন।
-------------------------------------------


০১-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।