তোর এই কবিতা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তোর এই কবিতা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৬-০৬-২০২৪ ইং
******************************
কোন অহংকারে ঝলেছিস নীল গগণে?
তুচ্ছ এ প্রাণ যদি না ফোটে ফুলকাননে !
তবে তুই ঝরা ফুল ধূলো বালির চরণতলে,
এই শিক্ষা দীক্ষা ধন দৌলত সবই বিফলে।

অহংকারে ডানা মেলেছিস সুদূর আকাশে
তুচ্ছ ব্যঙ্গ করে চলেছিস মানুষেরে হরষে।
কি এমন শিক্ষিত হয়েছিস চিত্ত বিকাশে ?
অন্যের আলোকে আঁধার ভাবিস প্রকাশে।

ওরে,তোর এই কবিতা কবির কলমে রচিত,!
যে কবিতা তোরে করিয়াছে এত উচ্চভিত্ত।
সেই কবিরে তুচ্ছ করেছিস অহংকার বসত!
তোর শিক্ষায় যদি না জাগিস- তুই কলঙ্কিত!
-----------------------------------------


০৬-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।