রমণীর ব্ল্যাক মেইলে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
রমণীর ব্ল্যাক মেইলে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৭-০৬-২০২৪ ইং
******************************
ফাঁদ পেতে আছে কত রমনী তরঙ্গ জলে,
তুমিও সাড়া দেও গভীর রজনী দেহ খুলে।
রোমান্টিক মঞ্চে নগ্ন দেহে তোমারে দহনে।
ইথারে ভেসে আসে উথরোল যৌবন প্লাবনে,
ওই ফাঁদে তুমিও ধরা দাও রোমান্টিক ভুবনে।
তুমুল রঙ্গে দু’জনা ছুটে যাও প্রণয় কাননে!
এখন তুমি হায় হায় ইজ্জত হারালে
কত শত নগ্ন ছবি ইন্টারনেট দেয়ালে।
রমণীর ব্ল্যাক মেইলে বুক ভাসাও অশ্রুজল,
নগ্ন মঞ্চে আটকে যাও রমণীর জাঁতাকল।
সাধু সাবধান! ওরা ওঁত পেতে আছে বন্ধুরূপে!
ফেইসবুক ইন্টারনেটে কত দলে- কত গ্রুপে।
-----------------------------------------
০৭-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।