শুন্যে রচিছে কবি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১৪-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
প্রতিবাদী কণ্ঠগুলো চুপসে গেছে চারিদিকে,
কলম যোদ্ধাদের কলম থেমে গেছে এ বুকে!

বিকার গ্রস্থ হয়েগেছে বুদ্ধী জীবীদের জ্ঞান,
বাক স্বাধীনতায় লুকিয়ে আছে নোংরা বয়ান।
অবরুদ্ধে ইথার কণ্ঠ ডাকিছে আপন মৃত্যুকে,
শকুনের চোখগুলো রাঙাচ্ছে, ক্রমাগত সম্মুখে।

শত্রুরা প্রকাশ্যে ভিত্তি মূলে হেনেছে আঘাত,
কান্ডারী নিশ্চুপ! চারিদিকে গৃহবিবাদ-রক্তপাত!
রাগ ক্রোধ আক্রোশে পুড়িছে দেশের সন্মান,
এখন অন্ধ হয়ে বসে আছে ক্ষমতার সিংহাসন।

শুন্যে রচিছে কবি স্বাধীনতার কবিতা নিবিড় !
আজ স্তব্দ হয়েগেছে আকাশ বাতাস জনশিবির।

-----------------------------------------------


১৫-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।