ভোগের দোকান
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১৩-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
মুক্তিযুদ্ধে জয়ী তোরা কি সেই বজ্রবান!
তবে কেন এত ধারা উপ-ধারা বিরাজমান?

সেইদিন তো সমর রণে একই ছিল তকবীর,
বুক পেতে করেছিলি যুদ্ধ না্ঙ্গা তলোয়ার।
ধর্ম বর্ণ নির্বিশেষ তোরা হয়েছিলি ঐক্যতান,
বলেছিলি ফিরে দিবি গণতন্ত্রের বিজয়-নিশান।

নিশান পেয়েছি বটে অধিকার হইল খান খান,
ওরে এখনো বিদ্রোহী দোসর শক্তিতে বলিয়ান।
স্বৈরাচারী শাসন আসিল ফিরে রাজ সিংহাসন,
বৈষম্যের খেলা চলিছে লাল -সবুজের কেতন।

আজ নেতৃত্ত্ব চারিদিকে খুলিছে ভোগের দোকান,
হেলায় হেলায় শাসন করিছে শাহজান-নুরজাহান।

--------------------------------------


১৫-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।