একই মঞ্চের নাট্যকার
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১৩-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
আশ্বাস আছে আশা নাই, নাই তাহার প্রাণ,
কে করিবে এই জাতিরে মুক্তির মন্ত্র দান ?
ওরে যে যায় যে আসে ক্ষমতার কাঙাল,
নেতা আর নেতা নাই- নেতৃত্ত্বের অকাল।
মুক্তিযুদ্ধরে করিয়াছে হেয়!শুনিয়াছে গালি,
যত না সৃজিছে দেশ ততোধিক লুটিয়াছে থলি!
ছদ্মবেশী ছাতি পাতি সুশীল করিয়াছে অবশ,
দোসর উথরিছে জলে স্থলে বুক ভরা সাহস।
গর্দান করিয়াছে উঁচু! স্বৈর সুর বাজিছে বাঁশিতে
গণতন্ত্র মারিতে মারিতে এই স্বাধীন ভূমিতে।
ওরে যা কিছু দেখি বা শুনি জুলুম-জিঞ্জির
দিয়াছে বক্ষে চাপিয়া দেশদ্রোহী স্বৈরাচার।
কে করিবে প্রতিবাদ!কোথা তার প্রতিকার!
যে যায় যে আসে -একই মঞ্চের নাট্যকার।
-------------------------------------------
১৫-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।