v
- মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ০৯-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
***************************
মাগো জন্মেছি তোমার গর্ভে স্বাধীনতার পরে,
অনেক রক্তে ঝরে তুমি এসেছিলে বিশ্বসম্ভারে।
তুমি মাতৃ গৃহ বলে সবাই মাতা বলে মানি,
আজ কেন সন্ধ্যা বেলা!কেন হানাহানি?
কে ওরা আসিছে ছুটিয়া প্রচন্ড গর্জিয়া !
তোমার বুকে আঘাত করে নিশানা লুটিয়া।
মাগো এমন তো চাইনি কাল বৈশাখী ঝড়ে
তুমি লন্ড ভন্ড হইবে বিদ্রোহী অনলে পুড়ে।
ভাবিনি কখনো তুমি হইবে রুধি চারিধারে,
রাহুর শত সহস্র বাহু ঘিরে ধরিবে তোমারে!
মাগো সন্তানেরা বড় অকৃজ্ঞ,বিষ এনেছে যাচি,
ওরা আঁচল দিয়েছে পুড়ি, বলো কেমন আছি?
-----------------------------------------------
১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।