যদি সাথী হয়
- মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৩-০৮-২০২৪ ইং
***********************
জাতিরে চেতনা দাও হে মেহেরবান,
ওরে দেশপ্রেম ঢুকে দাও সকল প্রাণ।

এই মুক্ত আকাশে ঘন মেঘ কালো বেশ!
চৌদিকে হিংসা দ্বেষ,দেহ ও মনে ক্লেশ।
এই মাতৃকারে করে দাও স্বর্গ্-সমান
সত্য জ্ঞানের আলোক দাও হে দয়াবান।

প্রেমের পরশে চিনিবার চাহি মাতৃকারে,
সেই প্রাণের তৌফিক দাও এ জাতিরে।
ন্যায় বিচার যেন শক্তি হয়
এ জাতির সোনালী সূর্যোদয়!

ওরে দেশপ্রেম যদি সাথী হয়,
রবে নাকো জাতির কোন দুঃখ ভয়!

বিপদে পড়িলে জাতিরে দিয়ো ঐক্যতান,
হে পরাক্রমশালী -মহাশক্তিবান!
-----------------------------------------


১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।