আপনার বিজয়কে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২১-০৮-২০২৪ ইং
***********************
দিগন্তের পর দিগন্ত পেরিয়ে পৃথিবীর ধূলি,
এই ধরণীরে সাজিয়েছে মহিমার পাল তুলি।
শুধু মানুষ বুঝেনি মুক্তির মহা-মন্ত্রখানি,
অন্তরে অন্তরে বুঁনিছে মুনাফিকের বাণী।
দিনে দিনে পেয়েছিল যা সত্যের উপহার,
মানুষ দিয়েছে মুছে চির মর্মবাণী তাহার !
পশুরে চিনেছে পশু জাত ভুলেনি কভূ
মানুষ চিনে নাই আপনারে ভুলেছে প্রভূ।
দূর্গে দূর্গে যোদ্ধা রক্ত ঝরিছে দুর্বার বিরাজে,
তবু মুক্তির গান মৃত্যুর শেষ প্রান্তে বাজে।
এখানে হৃদয়, এখানে প্রেম স্বার্থের আড়ালে,
আপনার বিজয়কে পুড়িছে দাউ দাউ অনলে।
সত্যের বিজয় এ ধরনী করিয়াছে আলিঙ্গন,
জেনেছি সদা- তবু ভয় মীরজাফরের অঙ্গন!
-----------------------------------------------
১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।