অসন্তোষ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৯-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
***************************
ওরে-দিকে দিকে গর্জে উঠিছে অসন্তোষ,
এখনো থামেনি জনতার ক্রোধ-আক্রোশ!
দিকে দিকে দখল লুটতরাজ সন্মান হানি,
সকলেই অগ্নি মূর্তি ! গর্দান ধরে টানাটানি।
ভয়ে কম্পিত জনপদ !মারামারি হানাহানি,
ছিঃ ছিঃ এ কেমন ধারা !এ কেমন চাহনী ?
তাড়িয়েছি অশুভ! তবু কেন অলক্ষ্মী ঘরে!
দিকে দিকে অসুর অনলে মায়ের বুক পুড়ে।
ছন্দ ছাড়া কবিতা ক্রমেই রচিছে মহাকবি,
কাব্যের পাতায় অশ্রুজলে আঁকা ব্যদনার ছবি।
ওরে-দিকে দিকে উঠিছে বিপুল নিন্দার ঝড়!
সমুদ্রের ঢেউ উত্তাল!এখনো দেরী নোঙ্গর।
হে নির্বিক নাবীক জ্বালাও হে তরীর পাঞ্জেরী,
অথৈ জলে অসহায় যাত্রীরা যে মরি মরি !
এই মায়ের বুকে এখনো কেন চক্ষে জল ?
এখনো কেন অবরুদ্ধ বাক,ওরে খুলে বল !
--------------------------------------------
১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।