কল্প বিলাসী
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৫-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
***************************
হে কল্প বিলাসী বীর,কোন কল্পকুঞ্জবনে,
নিভৃতে বসিয়া সাধনা করো দৈত্যের সনে।

পশুত্ত্বের উচ্ছলে নগ্ন ভূষনে হিংস্র প্রণয়ে,
মায়ের ইজ্জত লুটালে গুন্ডা পান্ডা লয়ে।
একি যুদ্ধ তোমার হে! স্বাধীন মায়ের তরে,
স্বর্গিয় প্রেম অগ্নি পুড়ালে দোসর শিয়রে।!

ওই আলো জাগাবে কি করে অসীম গগণ,
সবুজ শ্যামলের বুকে এখন আঁধার লগন।
পথিক তুমি পথ হারালে এই জগতে আসি,
দিগন্ত রেখা আঁকা বাঁকা হে কল্প বিলাসী।

যে শুন্যতা দিয়ে গেলে যৌবন উথরোলে-
কে করবে পূরণ তাহা তপ্ত শিখার অনলে?
হে কল্প বিলাসী বীর,কোন কল্পকুঞ্জবনে,
মসনদের বীজ বুঁনলে দেশদ্রোহী নিমন্ত্রনে!
---------------------------------------


১৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।