এমন একদিন ছিল
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৯-০৯-২০২৪ ইং
*********************************
মাতৃকায় প্রেম ভালবাসা ছিল এমন একদিন,
জ্ঞানী গুনি সৎ ন্যায় পরায়ন বসিত সিংহাসন।

গাইত দেশের গান সহজ সরল উদার প্রাণ,
বুঝিত না দুর্ণীতি অর্থ্ পাচার এই জগৎ পান।
এখন দেখি নদী যায় ভেসে বিশাল সাগর টলে,
ডুবে যায় স্বপ্নের তরী উত্তাল ঢেউয়ের জলে।

বিশ্বাস ঘাতকেরা সাজিছে আপন আপন সাজে,
তুমুল ঘূর্ণি ঝড়ে ছুটিছে চাঁদাবাদি দখলের কাজে।
রক্তে রক্তে খেলিতেছে হোলি দোসরের চ্যালা,
তবু বুঝে না তাহা কত রূপ কত রঙের মেলা।

এমন একদিন ছিল অটল পাহাড় মগন ধ্যানে,
যেখানে প্রাণ স্পন্দিত ছিল সোনার বাংলা গানে।
----------------------------------------------


১৯-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।