ছন্দে ভরা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৯-০৯-২০২৪ ইং
*********************************
লক্ষ শহীদের রক্তের পরে লাল সবুজ আঁকা,
তারই তরে কালো মেঘেরা পথ চলিছে বাঁকা।

আপন স্বার্থের জাল ছড়িয়ে দুষ্ট প্রজাপতি,
মুক্তি যুদ্ধের গলা টিপে দেখায় কেরামতি।

অন্ধ জাতি বুঝছে না তা- নাইবা যদি বুঝে,
দেশদ্রোহী সদ্যু ডাকাত আসবে নব সাজে।

ঘাতক চ্যালা মীরজাফর করবে কোলাকুলি,
রক্তে পাওয়া স্বাধীনতা তোমায় যাবে ভুলি ।

লাল -সবুজের পতাকাখানি রাখ প্রাণের কাছে,
এর চেয়ে ছন্দে ভরা সুর কার আছে?
-------------------------------------------


১৯-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।