কত রঙের ভাষা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২১-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
কোথায় চলেছি আলো-আঁধারে এ নশ্বরে?
চৌদিকে আগ্নেয়গিরি লাভা বোধ কাজ করে।
আত্মার আলোগুলো নিভে গেছে জন্ম লয়,
মানুষ পারে না এড়াতে এ শঙ্কা! এ ভয়!
এ অসভ্যতা রচিছে মানুষই সকল সময়,
আবার মানুষই গড়িছে সভ্যতা পৃথিবীময়।
তবে কেন এত শুন্য ময়! শুন্য মনে হয়?
হৃদয়ের ভিতরে দাউ দাউ- ভালোবাসা নয়।
এ কোন সভ্যতায় ছুটেছি আলো-আঁধারে?
হকে হকে যুদ্ধ হাকিছে মসজিদ-মাঝারে।
সত্য -মিথ্যের মিশালে শুনি কত রঙের ভাষা,
জাহেলের মত নির্দয় ছুটিছে জীবন প্রদীপ -উষা।
---------------------------------------------
২১-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।