সংস্কার তুমি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৪-০৯-২০২৪ ইং
*********************************
সংস্কার,তুমি কত না যুগ কত না কাল ধরে,
পৃথিবীর বুকে ঝড় তুলেছো কাব্যিক অক্ষরে।

তুমি শুধু ক্লান্তিহীন বলেই চলেছো শুরু হতে,
কিন্তু আপনাকে সংস্কার করনি কভূ দৃঢ় ব্রতে।
সংস্কার তুমি বড় স্বার্থ্পর, বড় একচোখা কাহিনী,
আক্রোশে ভিন মতে লেলিয়ে দাও নিধন বাহিনী।

সংস্কার, তুমি নিরপেক্ষ নও, তুমি শুধু বারংবার,
গর্দান চেপে ধরো আপন চিত্ত হাসিল করিবার।
তুমি এক দাসত্বের ক্ষুদিত বশ্যতা-
এখনো তোমার ভিতরে সেই কথা,সেই প্রথা।


সংস্কার তুমি সংস্কার হও শুধরাতে পার কিনা,
মিথ্যে মিথ্যে আর কত বলিবে ছিঃ ছিঃ ঘৃণা।
আপনার দিকে জীর্ণ্ –রুগ্ন- ভগ্ন -বেখেয়ালি
শুধু তুমি অঙ্কিত হও পালা বদলের রঙ তুলি।
------------------------------------------------


২৪-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।