বিপ্লবী অশ্রুজলে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৫-০৯-২০২৪ ইং
*********************************
ওরা ভেবেছিল মনে বিপ্লবের গৌরব- সন্মান,
হবে না কভূ অমৃত বিজয়ের শেষে অপমান!

মনোহর হর্স্মরূপে রচিত হবে মৃত্যুঞ্জয়ী কবিতা,
রক্তের রাঙা কালি মুছবে না কভূ এ বঙ্গ মাতা।
ওরা ভেবেছিল কালজয়ী ইতিহাস রচিত হবে,
লেখা হবে বীরশ্রেষ্ঠ নাম ইষ্টক প্রস্তরে এ ভবে।

এখন সবই মিথ্যা -রূঢ়- ব্যর্থ্ –মনস্কাম,
প্রস্তর খসিয়াছে মৃত্যুর আগে এ ধরাধাম।
স্বার্থ্ শেষে চারিদিকে রাহুগ্রাসের রোষানলে,
উপেক্ষিত- অবহেলিত নদীর কালো জলে।

বিপ্লবের বিজয় ছিনিয়েছে ক্ষমতার সিংহাসন,
বিপ্লবী অশ্রুজলে একা একা মনক্ষুণ্ণ এখন।
ভেসে গেছে বিল্পবের অযূত যোদ্ধার নামগুলি,
যদিও ওরা ভেবেছিলে সমুজ্জ্বল রবে ধূলো-বালি।
-------------------------------------------------


২৫-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।