সেই মুখ এখনও
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৬-০৯-২০২৪ ইং
*********************************
বাংলার অলিগলি ঘুরে চন্দ্রমল্লিকার বন দেখিলাম,
তবু যেন আঁধার এসেছে নেমে তবু পথ চলিলাম !
পথে পথ হারালাম ধূসর চোখে জ্যোৎম্নায় মিশে—
পথ চলতে চলতে ঘুমালাম অধরা স্বপ্নের বালিশে।
সেইসব জোনাকী পোকারা মরে গেছে পৃথিবীতে
ভূঁত- প্রেতের নির্দ্য় নখের অঘাতে অঘাতে।
এখন রাত্রির গম্বুজে এসে জড়ো হয় ডাকাত দল,
আকাশের চেয় বড় রাতে গিরগিটিদের কোলাহল।
তবু প্রহরী রয়েছে ঘুমে নরম বালিশে মাথা গুজে,
চোরাদের চাঁদরে ঢাকা জ্যোৎস্না পাই নাকো খুঁজে।
বর্ণচোরা গিরগিটিদের ডাকিল কারা এই প্রসন্ন রাত ?
এইখানে জ্যোৎস্না নাই! এইখানে পড়েছে দোসর হাত।
সেই মুখ এখনও বর্ণচোরা হয়ে নিয়ত করেছে খেলা,
সাধু সবধান! ওরা গিরগিটি, ওদের করো না অবহেলা।
-------------------------------------------------
২৬-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।