ব্যবধান রইল নাকো
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৭-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
ব্যাক্তি বদল হাত বদল শুরু হল আমাদের,
চরিত্র হইল না বদল খাই খাই স্বভাবের।
একই ঘটনা ঘটল সে নব বিপ্লবের বহরে,
পরিবর্তনটা কি ভাই বাংলার গ্রাম ও শহরে?
দখল- চাঁদাবাজির রন্ধে রন্ধে জড়ো হল সকলে,
ব্যবধান রইল নাকো আসলে ও নকলে।
চৌদিকে চোর চোর ধর ধর মার মার শব্দ,
এ যেন বিরোধীপক্ষ নিধন - অপবাদে জব্দ।
গুম -খুন- হত্যা জুলুম হুলিয়া ডান্ডাবেরী ঢাল,
বসন্তের কোকিল বলে- জনে জনে ঢাল গরম জল।
স্বাধীনতা স্বাধীনতা শ্লোগানে সদা দেখি তৈরী,
শুধু ভিন মত পথের দিকে বিধানটা আজ বৈরী !
ভাবখানা এমন যেন সদ্য ভুমিষ্ট একেবারে বাচ্চা,
ওদের হাতেই পাবে স্বাধীন জাতি শিক্ষটা আচ্ছা।
---------------------------------------------
২৭-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।