ধূসর রাত্রি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৭-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
আজ শুভ শক্তির ভাঙন নেপথ্য পৃথিবীতে,
অশুভ শক্তি এসেছে নিঃশেষ কেড়ে নিতে।
অন্তরে অদৃশ্য এক শত্রু মানবের জোয়ারে,
অনেক বিজয় বিপন্ন অসভ্যতার খোয়াড়ে।
বীভৎস চিন্তা চেতনা প্রাণের কোষে কোষে,
মানবেরা সভ্যতার নক্ষত্রগুলো দিয়েছে খসে।
হিংসা প্রতিহিংসায় ধবংসের বীজ বুঁনিছে বুকেতে,
এখন শুধু আঁধার রাত্রির খেলা প্রত্যেক স্নায়ূতে।
বিজয়ের গভীরে পরাজয়ের নীলাভ শেষ আলো
আজ শুভ শক্তির ভাঙনে আকাশে মেঘ কালো।
চারিদিকে ধূসর রাত্রি আসন্ন অসনি সংকেতে,
ঘরের ভিতরে ভূঁত প্রেতের শব্দ অশুভ দৃষ্টিতে।
----------------------------------------*-
২৮-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।