প্রেমহীন স্বাধীনতা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রেমহীন স্বাধীনতা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৯-০৯-২০২৪ ইং
****************************
বৈষম্যের দীর্ঘ্ প্রণয়ের মত্ততে রাত্রি জাগরণ শেষে,
প্রেমহীন স্বাধীনতা জাতিরে ডাকিছে সুখের আশ্বাসে।
বিদ্রোহী প্রসবের খুঁজে ফের আবারও দুঃখের প্রদীপ,
ঘরে ঘরে জ্বলিছে লক্ষ শহীদের রক্তে পাওয় এ দ্বীপ।
এখানে ছদ্মবেশী হৃদয়ে উথরিছে প্রেম ভালবাসা,
ভয়ঙ্কর ছলনার শত ছাল ছড়িয়ে আছে বাংলার ঊষা!
এ বিপ্লবের প্রেমহীনা দীর্ঘ্ রজনী চাই না ভূ-লোক,
প্রেমের ভিতরে চাই না কোন চোখ ধাঁধানে ঝিলিক।
জ্বলে উঠুক অসম্প্রদায়কি প্রেমের দীপ্ত-প্রদীপ মম
গেয়ে উঠুক সবাই কালো ধবল ভিতর রাঙা সম!
ওরে প্রেমময় স্বাধীনতা বেঁচে থাকুক সারাটি প্রহর,
এইটুকু চাই প্রেমিকা হতে মাকে ভালবাসুক অন্তর।
--------------------------------------------
২৯-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।