ছুটোছুটি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ছুটোছুটি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩০-০৯-২০২৪ ইং
************************
ওরে মাতৃকা সব প্রেম আজকে দিলাম ছুটি-
চাইলেও মিশাতে পারবে না নদীর কূল দুটি!
বুকের পাঁজর ভেঙে উড়িয়ে দিয়েছো হাওয়ায়,
ইচ্ছে হলেও পারবে না রাখতে মনের দাওয়ায়।
তোমার বুকে যে বিনাশীদের নিত্য আসা যাওয়া
দেশদ্রোহী নোংরা রাজনীতির হিংস্র তপ্ত হাওয়া।
দলে দলে দেশদ্রোহী লুটেরাজ করেছে লুটোপুটি,
শাস্তি দিলে না পাঁচার করেছে যারা কোটি কোটি।
ওরে মাতৃকা সব প্রেম আজকে দিলাম ছুটি-
সুখের প্রদীপ নাই যে বুকে তাইতো ছুটোছুটি।
------------------------------------------
৩০-০৯-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।