আসন্ন দৃষ্টি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আসন্ন দৃষ্টি
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ০৪-১০-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
প্রেমকে কভূ স্বরণ করতে হয় না হৃদয়ের,
ব্যাকুল অনুভূতিটাই বলে দেয় তুমি জীবনের।
তুমি মৃত্যুঞ্জয়ী-তুমি চির স্মরণীয়!
কালো মেঘেরা যতই করুক গোপন -এ পরিচয়।
তুমিই প্রভাত ঊষা, তুমিই প্রথম উদয়,
আসুক যতই বজ্র ঝড় তুফান তুমুল প্রলয়!
ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র কিংবা কথার বৃষ্টি,
কোন কিছুতেই মুছবে না তুমি আসন্ন দৃষ্টি।
তুমি কালজয়ী,তুমি মহান, তুমিই বজ্র স্বর,
কোটি হৃদয়ের প্রেম তুমি রক্ত ভেজা ন্শ্বর।
একটি স্বাধীন পতাকার যে দেশটা,
সেখানে তুমি চির স্মরণীয়- স্বপ্নদ্রষ্টা।
----------------------------------------------
০৫-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।