আনাগোনা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আনাগোনা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ০৮-১০-২০২৪ ইং
************************
হে সাথী, চারিদিকে ছদ্মবেশীদের আনাগোনা,
রং বদলানোর প্রতিযোগাীয় নির্লজ্জ দিন গোনা।

ক্ষমতার দিকে সুবিধা ভোগীরা ঐক্যতানে মগ্ন,
দিকে দিকে নবীণ বরণ উদযাপনের লগ্ন।
আজকে বাক স্বাধীনতায় নিরুচ্চারিত প্রশ্ন,
ক্ষমতার অগ্নি মহল ঘিরে প্রবল রোমাঞ্চ।

রং পাল্টে ক্রমশ পুষ্ট হচ্ছে ভন্ডদের উম্মাদনা,
দুরন্ত হাওয়া ছড়ায়ে লুটিছে মাতৃকার চেতনা।
বিদ্যুৎবেগে ওরা আবার হচ্ছে সংঘবদ্ধ,
নবরূপে ধবংসের বীজ বপন করেছে সদ্য।

হে সাথী, এ জাতি শুনবে কি করে মুক্তির গান?
রং পাল্টানোর দুরন্ত হাওয়ায় ওরা যে ঐক্যতান।
--------------------------------------


০৯-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।