এতো নিন্দ্রা কেন
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এতো নিন্দ্রা কেন
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১৮-১০-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
খুব ভীবৎস ভয়ঙ্কর লাগছে হে কান্ডারী!
চারিদিকে তিমির রাত্রি ডুবিতেছে সোনার তরী।
মুহুর্মুহু বিস্ফোরণে মায়ের বুক আজ চৌচির,
তবু তুমি নিশ্চুপ! তবু তুমি খুব ধীরস্থির।
মনে হচ্ছে কেউ যেন তুলে নিচ্ছে ঠোঁট থেকে লাল,
এখন ফ্যাকাশে ঠোঁটে ভয়ে কাঁপছে আকাশ পাতাল।
শরীরে মাংস ছিড়ে খাচ্ছে সেই পুরানো শকুকের ঝাঁক!
ভয়ঙ্কর অশনি সংকেত! তবু তুমি তারেই দেও হাক।
মনে হচ্ছে ধীরে ধীরে পুড়ে যাচ্ছে সুব্র চাঁদ
শরীরে বিষাক্ত সর্প বিষের অবিকল স্বাদ।
হে কান্ডারী এতো নিন্দ্রা কেন রাত্রি চিরদিন!
ওরা বাইছে উল্টো তরী গাইছে বিদ্রোহী গান।
------------------------------------------
১৯-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।