দিব নাকো সুর
- মোঃ আমিনুল এহছান মোল্লা
দিব নাকো সুর
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৭-১০-২০২৪ ইং
**********************
তোমার স্বৈরতন্ত্রে আমি দিব নাকো সুর,
দেশদ্রোহী দোসর যত তাড়াব দূর বহুদূর!
আমার সোনার বাংলা গাইব প্রীতি-সুমধুর,
মাতৃকারে বাঁধিব আমি দৃঢ় শপথে এ অন্তর।
প্রেমের ছন্দগাঁথা কবিতা বলিব দুঃখের ক্রন্দনে,
বজ্র কণ্ঠে করিব প্রতিবাদ বিষাদবিধুর উদ্যানে।
আমি বলিব মুক্তির কথা, আমি পূজিব সাধুরে,
আমি দিব ঐক্যের ডাক প্রমত্ত সিন্ধুর প্রান্তরে।
স্বাধীনতাকে বাঁধিব আমি লাল সবুজের বন্ধনে,
এসো হে এসো হে দেশপ্রেম নিয়ে মাতৃকার-পানে।
যে দ্বন্দ্ব যে সংঘাত যে দোলা ধূলিমাটি মাতৃকার,
এখানে আমি দিব নাকো সুর মুক্তি’রে খুঁজিবার।
-----------------------------------------
২১-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।