কঁচি- কাঁচার মেলা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কঁচি- কাঁচার মেলা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২২-১০-২০২৪ ইং
**********************
কঁচি- কাঁচার মেলা বসিল আজ শেষে,
কান্ডারীর যাত্রা বুঝি থেমে গেছে এসে।

নাই বুঝি মুক্তি, নাই বুঝি আর শান্তি,
ঐতিহ্য যা ছিল লুটিয়াছে বুঝি ভ্রান্তি।
সত্য বুঝি গেছে চলে নীরব অন্তরালে,
মিথ্যা বসিয়াছে সমাজের ডালে ডালে।

কি এক ভয়ঙ্কর যাত্রায় অফুরান লীলা !
এ কি নবীনতা বহে শাসনতন্ত্রের খেলা?
গণতন্ত্রের ভাষা মরে এল কঁচি কাঁচার মুখে,
সেই দোসরতন্ত্র নব সুরে জাগাল এ বুকে।

সেই পুরানো শকুন আনিল বুঝি নব বেশে,
ওরে কঁচি- কাঁচার মেলা বসিল আজ দেশে।
------------------------------------


২২-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।