স্থির হয়ে আছি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৭-১০-২০২৪ ইং
**********************
প্রেমের দুয়ার বন্ধ তুমিই করেছো হে কান্ডারী!
তবু খুলে রেখেছিলাম বুকের সীমান্ত হে সুন্দরী!
শুধু তুমি বুঝনি অন্তর ভাষায় রচিত মহাকাব্য,
এই যুগল চোখে কি ছিল তৃষ্ণার দ্রব্য !

এখন অন্তরে অন্তরে বিভেদ অনৈতিক খেলা,
প্রেমের পালকগুলো ঝরে গেছে শকুনের মেলা।
হায়েনারা ধরেছে চেপে রক্ত ঝরা শহীদের গলা,
স্বাধীন আকাশেও ভেসে উঠে বিদ্রোহের ভেলা।

এ বুকে সবুজ ঘাসের লাল বৃত্তটাও বর্ণিল ধূসর,
উত্তরসূরীরা ভুলে গেছে সেই ঘাতক মীরজাফর!
সাপ নেউলের সন্ধি দেখে ফ্রিজ শটে স্থির হয়ে আছি
ঠিক যেন ছলনার প্রেম এসেছিল কাছে কবিতাটি রচি!

তুমি দিয়েছিলে কথা, সব কিছু বুকে নিয়ে বাঁচি,
অযূত প্রশ্ন! আজ কোথায় ছুটেছো পথ ভুলে নাচি।
উথাল পাথাল করে সব কিছু ছুঁয়ে যায় আমাকে,
তবু প্রেম দেখিনা তোমার মাঝে চেতনার আলোকে।
----------------------------------------------


২৭-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।