সন্নিকটে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সন্নিকটে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৮-১০-২০২৪ ইং
**********************
হে কান্ডারী, একটা কিছু করুন চেতনার আলোকে,
পূর্বসূরীর ঋণ শোধে দিন নতুবা হাসবে ভূ-লোকে।

এভাবে চলতে থাকলে আপনিও পথ হারাবেন,
জাতির দুঃসময়ে আপনি কিছু বলুন,কিছু একটা করুন।
এখন চারিদিকে দেশপ্রেমের দারুন আকাল,
দেশদ্রোহীরা খেলছে অসুর বেশে -বেসুর বেতাল।

ভয়ানক ষড়যন্ত্রের কঠিন মর্মান্তিক মীরজাফরী খেলা,
কপালে লাল সবুজের পতাকা তবু অন্তরে বদ্ধ তালা।
আত্মঘাতী গোলাবারুদ মেশিনগান দোসরের হাতে হাতে
আগুনের জীবন্ত মশাল সব পোড়াবে সোনালী প্রভাতে।

হে কান্ডারী, সময় দ্রুত চলে যাচ্ছে, একটা কিছু করুন,
গর্দান চেপে ধরুন! ছদ্মবেশীর ভাবটা ছেড়ে আসুন।
পূর্বসূরীর ঋণ শোধে দিন,চেতনার পতাকা উড়ান,
ভয়ঙ্কর কিছু একটা সন্নিকটে, মশাই সবধান হউন।
----------------------------------------------


২৮-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।