দুঃস্বপ্নেরা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
দুঃস্বপ্নেরা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৯-১০-২০২৪ ইং
**********************
যে তরঙ্গ দুলিছে সাত-সমুদ্র তের-নদী,
তরী ভাসাতে সাধ জাগে মনে নিরবধি।
তবু এত ভয় এত শঙ্কা চারিদিকে হঠাৎআজ!
দৈব ঝড়ের মতো তছনছ করে যায় কারুকাজ।
এখন স্বপ্নের মাঝে দুঃস্বপ্নেরা করেছে কোলাহল,
ব্যদনার অশ্রুজল পড়তে পড়তে ছুঁয়ে যায় কপোল।
--------------------------------------
২৯-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।