সেই স্পর্শ্
- মোঃ আমিনুল এহছান মোল্লা
সেই স্পর্শ্
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩১-১০-২০২৪ ইং
**********************
ওগো হৃদয়ের চোখ দিয়ে দেখো চিনবে আমাকে,
অযূত ফুলের মাঝেও ঠিক যেমন চিনি তোমাকে।
জানি হে তুমি পরিশুদ্ধ প্রেমের ব্যকরণ,
সেথায় আমি পরীক্ষিত পুষ্পিত বিজ্ঞান।
এক সুব্র সভ্যতার প্রবাহে জীবন নদীর মোহনায়,
হৃদয়ের উথরোল কলতানে চিনেছিলাম দু’জনায়।
এখানে খুঁজে পেয়েছিলাম প্রেমের মৌল উপাদন,
জেনেছিলাম তুমি এসেছিলে অনুভূতি হয়ে এ প্রাণ।
ওগো হৃদয়ের চোখ দিয়ে দেখো সকালের গগণ
সোনালী রবির পরশে কেমন উঠেছে নেচে ভুবন।
চন্দ্র -সূর্যের অনুপম যুদ্ধে যেমন জাগে রাত্রির শশী!
ঠিক তেমনি হৃদয়ের উপমায় সেই স্পর্শ্ ভালোবাসি।
--------------------------------------------
৩১-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।