অনুপম প্রেম
- মোঃ আমিনুল এহছান মোল্লা
অনুপম প্রেম
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩১-১০-২০২৪ ইং
**********************
অনুভূতির প্রতিমা তুমি,হৃদয়ের তরঙ্গ আমার,
অবুঝ কৈশোর হতে তোমাকে জেনিছি -এ অন্তর।
ভেঙেছি ক্ষণে ক্ষণে নিজেকে কি যে তুমুল উল্লাসে,
তুমি কি বুঝেছো? নাকি আমি শুধু অবিরাম হরষে!
কত যে ছুটেছি এই পথে নিলোর্ভ্ ভ্রমণে-
তবু অধরা রয়ে গেলো সেই স্বপ্নের ঠিকানা ভুবনে।
মৌলিক প্রেমের অন্বেষনে কি যে ব্যকুল ছিলাম,
কোন কালিমার পিছু না ছুটে শুধু তোমাকেই যপিলাম।
শুধু তোমাকেই জানালাম, কতটুকু জেনেছো?
শুনেছি খুব সুখেই আছো!!
এখনো ভেঙেচুরে যায়, তোলপাড় করে তবুও আছি,
যে অনুভূতির প্রতিমা তুমি, তা নিয়েই ছুটে চলেছি।
অনেক কষ্টের দামে কেনা ভালবাসা যদি মলিন হয়,
এর চেয়ে বিরহের উজ্জ্বলতা কি আছে ধরাময় ?
যা ইচ্ছে তাই বলো, তবু বলি তুমিই ছিলে অনুপম প্রেম,
সোনালী গৌরব ! এই হৃদয়ে আসা অনুভূতি প্রথম।
--------------------------------------------------
৩১-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।