সাইরেন বেজেগেছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সাইরেন বেজেগেছে
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৫-১০-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
হে কান্ডারী,নোঙ্গর কর হে তরী নদীর কূল,
সাইরেন বেজেগেছে তুমুল আওয়াজে নির্ভূল!

পথ ভুলে কোন সে ছুটেছো, কোন সে গাইছো গান
হে জাতির কান্ডারী এই কি তোমার চেতনার তান ?

এ তুফান থামবে না কভূ যতই উচ্ছাসে ভাসি,
অথৈ সাগরে ডুবিবে তরী ধবংস করিতে আসি।

ইতিহাস ঐতিহ্যের বীর হবে নাকো নত কোনদিন,
সে আসবে ফিরে বারে বারে মুক্তি যুদ্ধের উদ্যান।
---------------------------------------------


০১-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।