সময় হলো
- মোঃ আমিনুল এহছান মোল্লা
সময় হলো
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ0১-১১-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
আবারো সোনালী আকাশ হয়ে গেল কালো,
মেঘে মেঘে ঢেকে গেল সূর্যের প্রখর আলো।
তুল হে প্রবল ঝড় !যুদ্ধে যাবার সময় এলো,
তাড়াও হে কালো মেঘ,ঝড় তুলার সময় হলো।
জাগ হে জাগ সুপ্ত সমীরণ -এবার যুদ্ধে যাবো,
তুল হে প্রবল প্রলয় নব উদ্দ্যামে যোদ্ধা হবো।
হয়তো রক্ত ঝরবে, হারিয়ে যাবো তবু লড়ে যাবো
কভূ হবো না নত শির ওইসবা ফসিষ্টের কলরব।
স্বদেশ জুড়ে আবার ছড়াবো গোলাপের পাঁপড়ি,
তবু বিক্রি করবো না ফুল হউক যত যুদ্ধে বৈরী!
তোরা যাসনে ভুলে আমরা চেতনার উত্তসূরী,
ওরে লাল রক্তে করেছি স্বাধীন বাংলাদেশ তৈরী!!
তোরা আবার কারা অনেক দূর অন্ধকারে!
গর্দান ধরে পুতে দিবো মাটির সাথে জৈবসারে।
তুল হে প্রবল ঝড় !যুদ্ধে যাবার সময় এলো,
তাড়াও হে কালো মেঘ,ঝড় তুলার সময় হলো।
-----------------------------------------------
০১-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।