নিঃশর্ত উপহার
- মোঃ আমিনুল এহছান মোল্লা

নিঃশর্ত উপহার
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ০২-১১-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
অনুভূতিরা জানতো যদি তোমার এই হৃদয়,
ক্ষতবিক্ষত কতোখানি হয়তো হত না অশ্রুময়।
শুধু একজন জানে শুধু একজন জানে কষ্ট কত!
এত অশ্রুজলের দাগ! এত ব্যদনারসুর চির সতত!


অঝোরে ঝরতো না বিরহ ব্যদনায় চোখের জল
কভূ জানতেও পারিনি তোমার এ কষ্টের দাবানল।
কষ্টকে আপন কষ্ট মানি গিয়েছো ভালবেসে-
একবারও বুঝতে দিলেনা কি পূর্ণিমা ছিল আকাশে!

হয়তো প্রেমের বকুল ফুটেছিল হরষে-
হয়তো প্রেমের মালাও গেঁথেছিলে উল্লাসে।
প্রেমিকও গেয়েছিল বকুল তলায় -অফুরান আশায়,
হয়তো ঘুমিয়েছিলে অবসন্ন মনে কোমল বিছানায়।

আজ যখন জাগলে বকুল নেই -বকুলের তলায় ,
প্রেমের মালা কি করে পড়াবে প্রেমিকের গলায়?
কেউ বুঝতে পারেনি,কভূ বলনি তোমার হৃদয়খানি,
নিঃশর্ত উপহার দিয়েছো প্রেমকে অবরিত কষ্টমানি।
---------------------------------------------


০২-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।