নিদারুন ব্যকুলতা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
নিদারুন ব্যকুলতা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ০৪-১১-২০২৪ ইং
**********************
কাকে দোষটা দিবো? সেকি আমার?নাকি তোমার?
আসলে দোষটা কারো নয়, সবই খেলা নিয়তির !!
জীবনের কোন স্বপ্নই পূনাঙ্গ স্বপ্ন নয়,
এর মাঝেও কিছূ অপূর্ণতা থেকে যায়।
এই যে এত করে ,চাওয়া এই যে বিলাস,
কে শুনে বলো? শুধু দিয়ে যায় যন্ত্রণা- বিনাশ!
অনেক তো ইচ্ছে ছিল খুব কাছে টেনে নিয়ে,
গভীরে খুব গভীরে হারায়ে যাই প্রবল প্রলয়ে।
কই সেটা কি হল? জানি হবেও না কোনদিন,
তবু কল্পনা করি রাত্রি নিশী পুলক- শিহরণ।
এত ভালবাস কেন বলনি? কেন রেখেছো গোপনে,
এক অপরাধবোধকে প্রাণে নিয়ে জ্বলেছি দহনে।
যখন কথা হল- সেই তো বললে,সেই তো কাঁদলে,
তুমিও হারলে আমাকেও হারালে নিষ্ঠুর নিখিলে।
এখনো বুকে অনেক তৃষ্ণা, অনেক তৃপ্তি অধরা,
তবু ভালবাসি, তবু ভালবাস অঝোর অশ্রুঝরা।
অনেক ইচ্ছায় শুধু শুন্য শুন্য আর শুন্যতা,
অবর্ণনীয় শুশ্রূষাহীন কষ্টের নিদারুন ব্যকুলতা।
-----------------------------------------
০৪-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।