কেন মুক্ত হতে পারিনা?
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কেন মুক্ত হতে পারিনা?
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ০৪-১১-২০২৪ ইং
**********************
বুকের স্পন্দন হতে অনূভুতিগুলো ঝরে গেলে,
তাকে প্রাণ বলি কি করে এই জীবন কালে?
যদি ফুলই না ফুটে থরে থরে অফুরান,
কেউ কি বলবে তারে অপরূপা ফুলের কানন?
অঝোরে ঝরা অশ্রু জলে বয়ে চলা তরঙ্গ নদী,
অশান্ত করে যায় শিরা উপ-শিরা আজোবদি।
অস্থি মজ্জার দীর্ঘশ্বাসে কম্পন উঠে গভীরে,
বিকশিত হয় সুপ্ত কমনা তুমুল শিহরণ ভরে।
তবু কেউ বুঝে না কিসের জন্য এত ঝড় !
শুধু তছনছ করতে জানে, শুধু জানে চূড়মাড়।
যদি ভালবেসেই থাকো তবে কেন আজ আসামী,
কেন মুক্ত হতে পারিনা এ যন্ত্রনা হতে দিবাযামি?
---------------------------------------
০৪-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।