অসভ্যতা যখন আসে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
অসভ্যতা যখন আসে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ০৭-১১-২০২৪ ইং
**********************
হৃদয় থেকে হৃদয়ের বৃত্তে পাক খেতে খেতে,
সব অনুভূতিগুলো পথ হারায় প্রেমের ধরাতে।
তখনই আঁধার নেমে আসে মনন চিন্তায় অভিপ্রায়,
সবকিছু ধসে পড়ে অসভ্যতা ছড়িয়ে অস্থি মজ্জায়।
রক্তে মিশে যায় কলঙ্কের ময়লা বিপুল উৎসবে
তখন প্রেম হয় বিশ্বাস শুন্য এক ব্যদনার কলবে।
নিয়ত আঘাত করে সত্যের দৃষ্টিকে মরু বালুর বুকে,
শিহরণের তুমুল বেগে পথ হারায় আবেগেরা দুঃখে!
অসুরের চিহ্নগুলো জেগে ওঠে পশুভিত্তের অবয়বে,
তখন আর প্রেম থাকেনা হৃদয় নিবাসের কলোরবে।
অনৈতিকতা ডুকে যায় উত্তাল তরঙ্গের উচ্ছাসে-
প্রেম হয় ঘূর্ণিপাকের কালো ছায়া যৌবিক নিবাসে।
অসভ্যতা যখন আসে,প্রেম হয় শতাব্দির নির্দয় পাথর।
তখন ব্যাকুল প্রেমিকও হারায় প্রেমিকার সব অধিকার,
প্রেম এক পবিত্র অনুভূতির চির আন্দোলিত দোলনা,
এখানে সভ্যতাই স্বর্গিয় মুকুট - কেন বুঝ না?
-----------------------------------------------
০৭-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।