অনুপম তরঙ্গ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অনুপম তরঙ্গ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৫-১১-২০২৪ ইং
********************
হৃদয়ের তরঙ্গ তুমি,অনুভূতির ঝর্ণা ধারা আমার,
অবুঝ কৈশোর হতে স্বপ্ন বুঁনেছি অবিরত অন্তর।

কি যে ভেঙ্গেছি নিজেকে তুমুল উল্লাসে অবিরাম,
অপলক খুঁজেছি জুঁই চ্যামিলী গোলাপে ধরাধাম।
তুমি কি তার কিছু বুঝেছো হৃদয়ের তরঙ্গ প্লাবণে?
নাকি শুধু সফেদ সফেনে ছুটেছো বাঁকা পথের ভ্রমণে!

কতদিন এই পথে নির্লোভ ছুটেছি, শুধু চেয়েছি-
হৃদয় মন্দিরে প্রদীপ হয়ে থাকো ‍তুমি- এ শুধু ভেবেছি
প্রচন্ড ঝড় এলো! বুকের পিঞ্জর ভেঙ্গে ভেঙ্গে জ্বলেছি
ওইসবের কতটা জেনেছো? কোথায় কিভাবে আছি?

আজ যখন এলে, আমি ঝরে গেছি বিরহের উচ্ছল,
সাগর নদী শুকে গেছে,আমি শুধু অশ্রুজলে টলমল।
প্রেমের হৃদয় ছাড়া কষ্টের এ দাম শুধবে না
এ পৃথিবী কতটা শুন্যতায় তা কেউ জানে না !

তবু হৃদয়ের তরঙ্গ তুমি, অনুভূতির সেরা উপহার,
প্রেম তুমি মৃত্যুঞ্জয়ী এক অনুপম তরঙ্গ বিধাতার।
-----------------------------------------


২৫-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।