হে প্রিয় বন্ধু
- মোঃ আমিনুল এহছান মোল্লা

হে প্রিয় বন্ধু
মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৭-১১-২০২৪ ইং
********************
বন্ধু,নব জাগরণে বুকের সীমান্ত খুলেছো তুমি,
এর আগে কখনো এমন তীর্য্ক দেখেনি ভূমি!

আমিও খুলে রেখেছিলাম অর্গ্ল প্রবল শিরহণে,
আমার যুগল চোখ ছিল তোমার কবিতার রচনে।
তবে জানা ছিল না তুমি এতো প্রজ্ঞাময় অনল,
কলমের ক্ষুরধারে ক্ষত বিক্ষত করে যাও নিখিল।

কবিতার ভুবনে তোমাকে স্বাগতম হে প্রিয় বন্ধু,
কাব্যিক আঘাতে আঘাতে ভরেছে বিষাদ সিন্ধু!
কেন এসেছো রাজনৈতিক কবি হয়ে নোংরা উদ্যানে,
তা কভূ চাইনি বন্ধু! তবু তুমি উম্মাদের নিত্য উত্থানে।

তোমার দেওয়া কষ্ট নিয়ে আছি,তবু তুমি চির প্রিয়,
রাজনৈতিক কবি হতে এসো না - এ নষ্টের ধরাময়।
মন্তব্যের শব্দেরা আঘাত হেনেছে পিঞ্জরের গভীরে,
নিদারুল খেলাচ্ছে, তবু বিজয় দিয়ে যাই তোমারে।

বন্ধু, তুমি যা ভাবছো তার কিছুই ছুয় না আমাকে-
আমি শুধুই কবিতার পথিক হয়ে ছুটেছি ভূলোকে।
-------------------------------------------


২৭-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।