শুভ সন্ধিক্ষণ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
শুভ সন্ধিক্ষণ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১৯-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
*********************************************
ওগো,তোমাদের এই কাননে আজ ফুল ফুটিছে শেষে,
দিকে দিকে ডানা মেলেছে মৌয়েরা সূরভী গন্ধের হরষে!
এসে দেখে যাও আজ বিজয় কেতন উড়িছে নিকেতন,
বিদ্যালয়ের বিদ্যা জয়ী অমর পাঞ্জেরী জ্বলিছে কানন।
ওগো আলোর দিশারী, ওগো মৃত্যুঞ্জয়ী নিবেদিত প্রাণ,
তোমার রেখে যাওয়া এই বিদ্যালয়ে আজ শুভ সন্ধিক্ষণ !
ওগো, আজ যদি তুমি দেখতে- এই মহা মিলনের কল্লোল,
বিজয়ের বিপুল উৎসবে অঝোর ঝরিতো আনন্দ অশ্রুজল।
হে স্থপতি,তুমি ছিলে বলেই এই সবুজ শ্যামলের বুকে-
রাত্রির আঁধারে পূর্ণিমা জেগেছিল বিদ্যা দেবীর ছবি এঁকে!
এই ঋণ কভূ শুধিবে না, এই ত্যাগ কভূ মুছিবে না ধরণী,
তুমি ছিলে বলেই, আমি পেয়েছি রাওনাট গ্রামে এই বিদ্যাজননী।
-------------------------------------------------------------
১৯-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।