কাননে ফুটিছে গোলাপ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কাননে ফুটিছে গোলাপ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১৯-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
*************************
আজ ফুটিছে গোলাপ কাননের গাছে গাছে,
শুধু ফুটেনি রক্ত জবা বিরহের কবিতা রচে রচে!

সেই কবে হৃদয় খুল বসে আছে বিদ্যা জননী,
আঁখি মেলিয়া অপলক খুঁজিছে তোমারে ধরনী।
তুমি আসলেই ডানাগুলি খুলে যাবে চঞ্চল শিহরণ!
হায় কি আনন্দের পুলকে করিবে জয় অধরা ভুবন।

একবার এসেই দেখ এই বিদ্যা নিকেতনের প্রান্তরে.
এ যে এক আলোর মশালে সদা ডাকিছে তোমারে।
আঁধার পেরিয়ে জাগিবে নব সূর্য্ -এই মৃত্তিকার বুকে
এখানে মহা প্রাণের মহা মিলনে আলোক ভূ-লোকে।

রাওনাট আদর্শ্ উচ্চ বিদ্যা নিকেতন-
চির উন্নত মম শির! পল্ববে পল্ববে শিক্ষার বুঁনন।
আজ কাননে ফুটিছে গোলাপ আপাদমস্তক ভালবেসে-
মহা আলোকের বৃত্তে আঁধার পৃথিবীর জাগিছে হরষে!!

------------------------------------------


১৯-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।