আলোর ঠিকানা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আলোর ঠিকানা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২০-১২-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
জ্ঞানের প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছো হে নিকেতন,
তোমার এই শুভ্র আলোয় জাগি অমি নিশিদিন।

গৌরবের ফুল ফোটাও এই সবুজ ঘাসের বিস্তারে-
কূড়াতে এসেছি আলোক কণিকা জননীর চাঁদরে।
এখনো অন্তরে আছো শৈশব কৈশোরের কলরব,
এখনো সফেদ সফেনে জল রাশি বয়ে যাও সরব।

এখনো প্রেমের উপতক্যায় জেগে আছো মহিমায়,
গোধূলী লগ্নে পূর্ণি হয়ে জাগ জীবন যু্দ্ধের সন্ধ্যায়।
এই প্রেমের তরঙ্গ বড় দীর্ঘকায় পিঞ্জরে আমার,
এই অনুভূতির কল্লোল কেউ মুছতে পারবে না নশ্বর।

হে রাওনাট আদর্শ উচ্চ বিদ্যানিকেতন, হে বিদ্যা জননী!
তুমি এক কালজয়ী আলোর ঠিকানা- এই আঁধার ধরণী।
আমারে খুঁজি ,তোমার মাঝে খুঁজি আলো সঞ্চারে আমার,
তোমার প্রেমে পথ চিনেছি আলোর মশালে এই পৃথিবীর।

---------------------------------------------------------------------


২০-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।