আমি এসেছি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
আমি এসেছি
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২১-১২-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
অনেক স্মৃতির পাতায় ঘেরা এই স্কুলের অধ্যায়,
এখানে আমি এসেছিলাম কৈশোরের দুরন্ত পনায়।
ঠিক কমন রুমের পাশে অপলক বিষ্ময়ে দেখেছি
বিঁনিসূতার মত একই মালায় ষষ্ঠ শ্রেনীতে বসেছি।
একে অপরের সাথে পরিচিত হতে ব্যাকুল হয়েছি,
কি এক অকৃত্রিম বাঁধনে নব উজ্জীবনে ছুটেছি!
ঠিক যেন একই তরঙ্গে গভীর স্পন্দনে জেনেছি
এই সহপাঠীরা কভূ বিচ্ছেদের নয় -যতটুক বুঝেছি।
অসীম গগনে সূর্য দেখেছি-রাত্রির চাঁদ কভূ দেখেনি
পূর্ণিমার শুব্রতা পেয়েছি সহপাঠীদের অন্তর ধরনী!
প্রথম দিনের প্রথম স্মৃতি আজো ভেসে ওঠে এই প্রাণ,
নব হরষে নব বই হাতে ষষ্ঠ শ্রেনীতে আমি এসেছি
এই বিদ্যা জননী-রাওনাট আদর্শ উচ্চ বিদ্যা নিকেতন।
-----------------------------------------------
২১-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।